আহাজারি করার জন্য ভাষায়
যত প্রকার ধ্বনি বা শব্দ আছে
সবগুলো অপ্রচলিত হয়ে গেছে!
যা মানবতাকে বিমর্শ করে না!
আমার একটি নতুন অভিধান চাই,
যেখানে আত্মচিৎকারের জন্য লেটেস্ট
শব্দ এবং ধ্বনি পাওয়া যাবে ৷
সেই নতুন অভিধান হতে চয়নকৃত শব্দ নিয়ে
মহাজালিমের বিরুদ্ধে মহাকাব্য রচিত হবে!
যে কবিতা পাঠ করলে মহাজালিমের
কলিজা ফেটে যাবে! আতঙ্কে শীরা-ধমনীর
রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে
যে কবিতা দর্শন করলে
মহাজালিমের চোখ অন্ধ হয়ে যাবে!
যে কবিতার আবৃত্তি শ্রবণ করলে
মহাজালিমের কর্ণকুহরের হাঁড়
বাইরে বেরিয়ে আসবে!
যে কবিতার ঘ্রাণ শুঁকলে খোড়া
মশার মত নাসিকা দিয়ে অভিশপ্ত
নমরুদের মগজে প্রবেশ করবে ৷
আমার একটা নতুন অভিধান চাই!
০৮/০৯/২০১৭