পৃথিবীতে যত মানুষ, সবার আছে সধর্ম,
তার উপর আস্থা রেখে চলে জীবন ও কর্ম ৷
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিজনা,
স্বীয় ধর্মীয় উপাসনালয়ে করে উপাসনা ৷

আছে সামাজিক ও ধর্মীয় যত অনুষ্ঠানাদি,
স্বস্ব রীতি অনুসারে পালিত হয় ইত্যাদি ৷
প্রতিটি মানুষ মাতৃভাষায় কথা বলতে ভালবাসে,
মায়ের কোলেই শৈশব হতে রপ্ত করে অনায়াসে ৷

মানুষ ভিন্ন ধর্মের উপাসনালয়ে করে না উপাসনা,
এক বিশ্বাসের মানুষ, ভিন্ন প্রভুকে করে না আরাধনা ৷
প্রতিটি মানুষ স্বীয় ধর্মীয় অনুশাসনে আবদ্ধ,
প্রতিটি ধর্মের প্রভুগণ একটি বিষয়ে ঋদ্ধ ৷

এক শ্রেণীর পিপাসুরা নিজের ভেতর তা করে লালন,
বাস্তবতা, ভাবনা, দর্শনের ঘটায় প্রতিফলন ৷
তা থেকে সকল মানুষ মনের ক্ষুধা নিবারণ করে,
এখানে কোন ভিন্নতা নাই, প্রভুরাও কণ্ঠ মিলান সমস্বরে ৷

২৩/১১/২০১৪