আল্লাহ মানুষ সৃষ্টি করলেন সাধের দুনিয়াতে,
মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য লুকায়িত তাতে।
মানুষ তাঁর বন্দেগী করে পাবে আনুকূল্য,
আনুকূল্য লাভের মাঝে হবে মহামূল্য।
রবে'র খুশিতে মিলবে বান্দার পরলৌকিক মুক্তি,
মহামহিম আল্লাহর এটাই অকাট্য উক্তি।
সব নেয়ামত ভোগ করে ফাঁকি দিয়ে তাঁর দাবি,
করছি নিজের বন্দেগী, তা একটুও কী ভাবি?
পরনিন্দা, পরচর্চা, হিংসা লোভ, সমালোচনা,
প্রতিহিংসা, পরশ্রীকাতর, কামনা বাসনা ।
অহংকার, দাম্ভিকতা, আমিত্ম, মিথ্যা বৈভব,
আত্মতুষ্টিসাধন; নিজের বন্দেগী এগুলো সব।
বিশেষ করে কেউ দুর্দশায় থাকলে তাহার প্রতি,
করুণা করা; না দেখিয়ে সহানুভূতি।
আর শান্তিতে থাকলে তা সহ্য করতে না পারা,
প্রভুর ক্ষতি নেই, নিজের ক্ষতিকর চিন্তাধারা।
এসব কর্ম ও মনোভাব যার ভেতর বিদ্যমান,
আল্লাহ নয়, তার ভেতরে বসবাস করে শয়তান।
সরাসরি শয়তান তাকে করে পরিচালনা,
নাজাতে দরকার ক্ষমা আত্মসমালোচনা।
০২/০৯/২০২১ খ্রিঃ