এক টুকরো ভ্রাম্যমান জমি
আপত্তি নেই; সেখানে কেউ
করলে শব্দবমি!
তা দিয়ে তৃপ্তি সহকারে
অনেকেই পরিপূর্ণ
আহার সারে!
কেউ নেই কোন কৈফিয়ত
চাইবার, যে যেভাবে পারে
প্রকাশ করে অভিমত!
ভেদাভেদ নেই ধর্ম বর্ণ
দুর বা কাছের, অনেকেই
আছে তাদের কাটা দুই কর্ণ!
কুরুচিকর চিত্র, উৎকট গন্ধ!
অতিক্রম করতে মার্জিতদের
নাক মুখ করতে হয় বন্ধ!