কায়াহীন এক আজব সিন্দুক, সিন্ধুর মত-
ব্যাপ্তী; অভ্যন্তর আকাশের মত বিস্তৃত।
হিতাহিত কিছু না কিছুতে থাকে সদা পূর্ণ,
সে অদ্ভুত সিন্দুক রয়না না কখনো শূন্য।
অভ্যন্তরে অসীম সাগরের বিশালতা,
তার ব্যাপ্তীতে আসতে পারে সংকীর্ণতা।
তাতে যা-ই রাখা হবে, ধারণ করবে সে মূর্ত,
পতিতাবস্থায় মরচে পড়তে পারে স্বঃতফূর্ত।
সে সিন্দুক মণিকাঞ্চনে হোক পরিপূর্ণ,
সকল বাধা বিপত্তি করে চূর্ণবিচূর্ণ।
হোক উদ্ভাসিত, তমসা না করুক গ্রাস,
হোক সত্যে দীপ্ত, মিথ্যা সৃষ্টি না করুক ত্রাস!
হোক মমতাময়, আছন্ন না হোক নির্মমতায়,
বিনয়ে পূর্ণ হোক, দম্ভে ভরবে অন্যথায়।
পূর্ণ হোক সরলতা, নীরবতা, উদারতায়,
নইলে পূর্ণ হবে, কুটিলতা, সংকীর্ণতায়।
পূর্ণ হোক সততা, নৈতিকতা অলংকারে,
নতুবা ভরবে ঔদ্ধত্য মিথ্যা, অহংকারে।
পূর্ণ হোক ভালোবাসা ও মহানুভবতায়,
নচেৎ পূর্ণ হবে স্বার্থপরতা, অবাধ্যতায়।
পূর্ণ হোক ক্ষমা, বিনয় আন্তরিকতায়,
নইলে ছলনা ও অভিনয় কুশলতায়!
সহানুভূতি সহিষ্ণুতার থাকলে অভাব
পূর্ণ হয়ে উঠবে হিংস্র পশুত্বের স্বভাব।
যথোচিত সংকল্পে পূর্ণ হোক অন্যথায়
আছন্ন করবে কিংকর্তব্যবিমূঢ়তায়।
সতর্কতা রাখতে পারে সুরক্ষিত হতে ভ্রম,
সংবেদন সে সিন্দুকে হতে পারে সংক্রম।
সর্বোত্তম রঙে রঞ্জিত থাকুক সারাজীবন
শয়তানি রঙ যেন তাতাে না করে ধারণ।