হঠাৎ পৃথিবী থমকে গেছে যারপরনাই,
তারপরও মোরা ভয় করিনা করোনাই।
সব আবার স্বাভাবিক হবে নয় ব্যস্ততা,
বাঁচার জন্য থামা এখন প্রাণে ন্যস্ত তা।
আজকের ধরা নেই যান্ত্রিক শব্দদূষণে,
পৃথিবী আজ সজ্জিত প্রাকৃতিক ভূষণে।
মানুষের উপদ্রবে প্রকৃতি হচ্ছিল বিপন্ন,
সারা পৃথিবী আজ প্রকৃতির অভয়ারণ্য।
আজকের দিনটা প্রাণি আর পাখিদের,
আজকের দিনটা হরিৎ আর শাখিদের।
আজকের দিনটা মুখরিত বিহগের গানে,
আজকের বাতাস আবিষ্ট ফুলের সুঘ্রাণে।
আজকের দিনটা পুষ্প আর কলিদের,
আজকের দিনটা মৌ আর অলিদের।
কে যেনো আসবেন এই জীর্ণ ধরণীতে,
তাই প্রকৃতি ব্যস্ত ধরাকে সাজিয়ে দিতে।