ভুল আর সঠিক সিদ্ধান্তের মধ্যেবর্তী নেই কোনো স্থান
সামনে অগ্রসর মহা বিপদ মনের মাঝে নিয়ে সন্দিহান!
বিষয় যদি হয় মনের সাথে মৃত্যু অবধি ভয়ঙ্কর যুদ্ধ
আশা স্বপ্ন সাধ ছারখার, হাস্যোজ্জ্বল মুখ বাকরুদ্ধ!
ভুলবশত: ভুল মানুষের সাথে হয়ে গেলে যুগলবন্ধি
কোনো বিষয়েই দুটি মনের হয় না কো আদৌ সন্ধি!
একে অন্য থেকে নিস্কৃতি পেতে চায়, এর পুরো দায়
মেনে বা মানিয়ে না নিয়ে অন্যের 'পর দোষ চাপায়!
জীবন দুর্বিষহ! কভুও হয় না সমান্তরাল যুটি বেঁধে,
শুধু একটি কথাতেই উভয় একমত সম্পর্ক বিচ্ছেদে!
সম্পর্ক হয় না মধুময়, শুধু একজনের দায়বদ্ধতায়!
মিলে না স্বস্তি! জীবন ভরপুর অসহনীয় তিক্ততায়!