আগুনের স্ফুলিঙ্গের দুই রূপ
এক নান্দনিক শৈল্পিকতা
আরেক বিষাক্ত সাপের ফণা,
দুই রূপ দুই প্রকার দর্শকের
একত্রে দারুণভাবে উপভোগ্য!
তবে আগুনে যখন কোনো
সত্যাশ্রয়ীর গৃহ দগ্ধ করা হয়
তখন থেকে প্রকৃতি তার
স্বভাব পরিবর্তন করে!
১৬/০১/২০২৫ খ্রিস্টাব্দ