লোভাতুর মনে আগুন জ্বলে, কামনা-বাসনার,
পুত্র বধূ কারো মনে পায়না আসন মর্যাদার!
শারিরীক ও মানসিক অত্যাচারে নিগৃহীতা!
দারিদ্রতার শিকল পরা অসহায়-নিপীড়িতা!

ঝলসে গেল সাধের স্বপন! কুসুম-কোমল অন্তর,
আগুন থেকে নিজকে রক্ষার জানা নেই তার মন্তর!
বাড়ির সবাই মিলে, বদ্ধঘরে চুবায় তেলে!
মনের আগুন নেভায়, পরের মেয়ের গায়ে জ্বেলে!

পরের মেয়েকে না ভাবতে পারলে নিজের মেয়ে,
তবে কে হতে পারে! নির্দয়-পাষাণ! তার চেয়ে?
যৌতুকের নির্মম বলির শিকারে কাঁকড়া পোড়া!
অসহায় মেয়ের দুঃস্থ বাবার নেই টাকার তোড়া!

মনের আগুন কভু যায় না দেখা দু'চোখ মেলে,
বাড়ির সবাই পালায় অনিশ্চিন্তের পথে ফেলে!
হাসপাতালে বার্ন ইউনিটের কক্ষে বেডটি জোড়া
সাদা বস্ত্রে প্রিয় স্বজনদের দুঃস্বপ্ন মোড়া!

পুড়লো বধূ, ডুবলো প্রদীপ! নিভলো ঘরের বাতি
মনের আগুন সব পুড়িয়ে আনলো গহীন রাতি!
হায় নির্বোধ! আগে বুঝিসনি এতে কী সুখ মেলে?
তোর ঘরে যে শান্তি, তার চেয়ে বেশী কী জেলে?

জীবনের বদলে যাদের কাছে অর্থের মূল্য ঢের!
তীব্র ঘৃণা করি! হৃদয়হীন সেই নরপিশাচদের!
শ্মশানে আবার আগুনেই, দাহ করা হয় তাকে,
মনের আগুন শুধু মন নয়, পোড়ায় পৃথিবীটাকে!

(স্বরবৃত্ত ছন্দে লেখার প্রচেষ্টা
মাত্রা : ১ম ও শেষ স্তবক ১৫+১৫/
                      বাকী-১৪+১৪)

রচনা : ২৩.০৫.২০১৫ খ্রিঃ