তপ্ত বাতাস, উড়ছে ধূলো
হাঁফায় গাছের পাতা,
রোদ ঝাঁ ঝাঁ দিন, চলতে পথে
মানাচ্ছে না ছাতা!
ঘরে-বাইরে নাইকো শান্তি
ঘেমে-নেয়ে শ্রান্ত
কর্মজীবী মানুষগুলোর
জীবন বড়ই ক্লান্ত।
দাবানলের তাপে সবার
পরান ক'রে আয়ঢায়!
স্বস্তি পাই না কোথাও গিয়ে
জীবন রাখা যে দায়!
পাখিদের শ্বাস আটকে আসে
জিরায় ছায়া তলে
গরু-মহিষ জাবড়ে আছে
দিঘীর গরম জলে।
তৃণলতা ভষ্মীভূত
ফেটে চৌচির মাটি
মাঠের 'পরে নালিতা পাট
করছে কান্নাকাটি!
জলের আশায় কাতর হয়ে
কাঁপতেছে ধরাধাম
আজ এক পশলা বৃষ্টি যেনো
বেঁচে থাকারই নাম।
অগ্নিঝরা এই সময়ে
গুনছে সবাই প্রহর!
মেঘ গুড় গুড় আর ব্যাঙের গানে
কখন হবে মুখর।
(স্বরবৃত্ত ছন্দে লেখার প্রচেষ্টা)
রচনা : ০৬.০৬.২০১৫ খ্রিঃ