নানা রকম মানুষে ভরা এজগৎ সংসার
সকলেই ব্যস্ত যে যে কাজের পেশাদার।
এর মাঝে আছে এক ধলাচান শিকদার
শহরে তারও আছে এক অদ্ভুৎ কারবার।
নাই তার ঘর-বাড়ি, নাই দারা-পরিবার,
অর্ধাহারে ছিন্ন বসনে পথে দিন করে পার।
স্বভাব মন্দ নয়, করেনা চুরি, মাঙে না ভিখ
কর্মের খোঁজে সে ছুটে বেড়ায় নানা দিক।
সদা ভাবলেশহীন ধলা ঘোরে বাজারে
সড়কে গাড়ি চলে হাজারে হাজারে।
চাতকের মত সে চেয়ে থাকে দিনরাত
সড়কে কখন এক সারমেয় হবে কাৎ!
দূর্ঘটনায় সারমেয় যদি পায় অক্কা
সেদিন ধলাচানের দান বাঁধে ছক্কা।
পড়লে দোকান বা শো-রুমের সামনে
তখনই ধলার আনাগোনা বাড়ে ওখানে।
ধলা তখন নিজকে ভাবে খুব দামী লোক
সে ছাড়া একাজে আর সবে অপারগ।
চড়া দাম নিতে ধলা আটে নানা ফন্দি
জানে, তার এ পেশাতে নেই প্রতিদ্বন্দী।
ডাক প'লে ধলাটার ভাল যায় দিনটা
ছড়ানো, সদ্য, পঁচার রেট আছে তিনটা।
পঁচা গলা যা-ই হোক তাতে অসুবিধা নাই
সব সাফ হয়ে যাবে সাথে কিছু দারু চাই।