জীবন আমার বশীভূত অদৃশ্য এক হাতে,
হৃদয়ে করি অনুভব, তিনি থাকেন সাথে ৷
মন্দ কোন কর্মের না দিই যেন আঞ্জাম,
এহেন কাজে আমার না হয় যেন বদনাম ৷
নিজের মত করে চলার আছে অধিকার,
সেথায় তিনি দায়হীন, সব দায় আমার!
তাঁর দয়ায় চলি বলি দেখি শুনি ভাবি,
তাঁর আছে অফুরান, আমি যে অভাবী!
যদি আখেরে মুছিবতে মুক্তি পেতে চাই,
মোহে পড়ে তাঁকে ভুলে যেন না যাই!