মানুষ সৃষ্টির সেরা জীব, স্রষ্টার সেরা মাখলুক
তাঁর বিধান মানলে দুইকালে পাবে শান্তি-সুখ।
তাঁর প্রিয় হতে জানতে হবে আচরণবিধি
সম্মান পাবে, মানলে তাঁর প্রিয় প্রতিনিধি।
আচরণের মূল চার নিয়ম পাবে এই লেখাতে
আল্লাহ সাথে, নিজের, সৃষ্টি আর পৃথিবীর সাথে।
রহমানুর রহিম এঁর সাথে আচরণের নীতি
তাঁকে তাঁর প্রাপ্য দেওয়ার সীমানা রক্ষা রীতি।
তাঁর নেয়ামতে কৃতজ্ঞ আর সিদ্ধান্তে অটুট থাকা
পরীক্ষায় ধৈর্য, তাসবিহতে তাঁকে পাওয়ার আকাঙ্খা।
নিজের সাথে আচরণের নীতি মেনে চলা
ভয়, সংগ্রাম, ক্ষতি সহ্য, আধ্যাত্মিক শৃঙখলা।
সত্যবাদিতা আন্তরিকতা সন্ধানে নিয়োজিত থাকা
নফস যা ভালবাসে তা থেকে নিজকে সরিয়ে রাখা।
ক্ষমাশীলতা, বিনয়, দয়া-মায়া, সৎ উপদেশ, উদারতা
এটাই হলো সৃষ্টির সাথে আচরণের অমিয় প্রথা।
ন্যায় বিচার ও সাম্যতা সমাজে বিরাজ করে প্রীতি
মানুষ মানুষকে বাসবে ভালো, থাকবে না ভীতি!
পৃথিবীর সাথে আচরণের আরও আছে বিধান
হাতে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা করুণানিধান।
যা নেই তার চেয়ে যা আছে তাকে দিবে অগ্রাধিকার
যা ধরা দেয় না তা পাওয়ার প্রচেষ্টা পরিত্যাগ করার।
অতিরিক্ত প্রাচুর্য ঘৃণা করা, অল্পতে থাকা তুষ্ট
এ পৃথিবীর খারাবকে জানা, আকাঙ্খায় না হওয়া রুষ্ট।
আধিপত্যকে মনে প্রাণে করতে হবে অগ্রাহ্য
সবগুলো গুণাবলী সম্পন্ন স্রষ্টার বন্ধু হবে ন্যায্য।
(হাদীস থেকে নেওয়া)
তারিখ : ১০.০২.২০১৫ খ্রিঃ