পৃথিবীটা আজ পরিণত ঘুণধরা জীর্ণ এক ফলকে,
আমি শোকার্ত- মর্ম বেদনাতে তাকিয়ে নিষ্পলকে!
জানিনা ভঙ্গুর পৃথিবী কখন ধূলিসাৎ হবে পলকে,
ভাবনায় সফেদ রঙ ধারণ করেছে আমার অলকে।
উপলব্ধি করি এখানে মানুষের প্রতি অন্য মানুষের,
নেই দয়া মায়া মহানুভবতা ভালবাসা কোনো এর।
যারা প্রদর্শন করে হৃদ্যতা ভরাতে চায় সম্প্রীতিতে,
বরং তারাই এখানে নিগৃহীত, সব হীতে বিপরীতে!
শুধুই আছে জুলুম, নির্যাতন, অত্যাচার ও অবিচার,
পৃথিবী আজ ভারসাম্যহীন অক্ষম এ সকল সইবার!
অত্যাচারিতের গগণবিদারী আর্তনাদে বাতাস ভারী,
এখনো এখানে সদর্পে অট্টহাসিতে মাতে অত্যাচারী!
কীসে স্থায়ীত্ব হবে? কীভাবে ধরে রাখবে এর বন্ধন?
বালির প্রাসাদের ন্যায় ধসে যেতে পারে যেকোন ক্ষণ!
আমরা পাইনাই কিছু এসেছি হেথা একদম অবশেষে,
এটা আমাদের নিয়তির খেলা আমরাই গিয়েছি ফেঁশে!
দুঃখ অতি! মোরা আসিনি প্রেম ভালবাসা দিতে নিতে,
এসেছি এই নোংরা পৃথিবীর ধ্বংসস্তুপের অংশ হতে!