স্বভাবগতভাবে শিশুকালে খেলনাকে
যেভাবে ভালোবাসতাম একদিন কবিতার
প্রতিও সেভাবে ভালোবাসা জন্মেছিল।
কবিতা আর আমি। আমি আর কবিতা।
এই ছিলো জগৎ। এখন উপলব্ধি করি
সেটা ছিলো নিছক ছেলেবেলার
খেলনাকে ভালোবাসার নামান্তর।
এখন একটু একটু করে উপলব্ধি করছি
কবিতার সংগা কতো বিস্তর।
আর কবিতা থেকে দূরে সরে যাচ্ছি।
কবিতা লিখছি। প্রেম-বিরহের, প্রকৃতির
স্বদেশ প্রেমের। কবিতার ছন্দ মেলাতে কেটে
যাচ্ছে কতো মূল্যবান সময়। কিন্তু বুকে হাত দিয়ে
বলতে পারবো না একটি দিন ছন্দে কেটেছে?
কোটি কোটি কবিতার জন্ম হচ্ছে কী লাভ তাতে?
বিকলাঙ্গ কবিতা উৎপাদন করে?
বিপন্ন মানবতা! অথচ এখনো রোমান্টিক
কবিতা লিখি? হঠাৎ মনে হলো আমি এখনো
কোন্ গহ্বরে নিদ্রায় আছি?
কবিতা হোক অসঙ্গতির বিরুদ্ধে!
অন্যায়ের বিরুদ্ধে! অবিচারের বিরুদ্ধে!
অসত্যের বিরুদ্ধে! অনৈতিকতার বিরুদ্ধে!
কেউ আমার কবিতার ভাষাকে ভয় পায়?
পায় না? তাহলে পৃথিবীতে আবর্জনা
বৃদ্ধি করার কোনো সার্থকতা নেই।