চৈতী রোদে ধানের শীষ
দোল দিয়ে যায় অহর্নিশ,
হৃদয়ে বর্ষ বরণের সাড়া,
আজ রাত্রে বাড়িতে
পান্তাভাতের হাড়িতে
ভূমিকম্প দিয়ে গেল নাড়া!
ভেবেছি নিজের মত
আনন্দ করবো কত,
ভাবিনি অতিক্রম করছি কী মাত্রা,
ক্ষয় ক্ষতি হয়নি তেমন
এইতো আছি ছিলাম যেমন
ভাগ্যক্রমে বেঁচে গেছি এ যাত্রা,
ভাবনা কী হারিয়েছে খেই?
নাকী ভূমিকম্প এমনিতেই?
সবভুলে কিছুক্ষণ উঠল নাভিশ্বাস!
যা ছিলাম তাই কী র'ব?
ভূমিকম্পকে ভুলে যাব?
নাকী শুধরে নেবার দিল অবকাশ?