দেখান আইনী ধারা, কেউ না ধরলে ফোন,
পায় না কোন সাড়া, আপনাকে দেয় যখন!
নিজ প্রয়োজনে হতে পারে বহু কথোপকথন,
তাদের দরকারে হাতে নেই এতটুকও ক্ষণ।

আপনার প্রয়োজনে ফোন দেন যখন তখন,
তারা দিলে আপনাকে  করেন না তা গ্রহণ।
পার্থক্যটা এখানে আপনি কর্মকর্তা উর্ধ্বতন,
যতবড় গুণী হোক না, তারা জনতা সাধারণ।

জনসেবার প্রতিজ্ঞায় পেশায় করেন পদার্পন,
স্বেচ্ছাচারীতা করেন, এ কেমন সেবার ধরণ?
যাদের ঘাম নিঃসৃত অর্থে হয় আপনার বেতন,
তাদের সাথে কেনো দেখান অবিনয় এমন?

০৮/০৪/২০২১ খ্রি.