আমি তো কভু কাটিনি সাঁতার
পদ্ম দীঘির অলিন্দে
তবুও কেন ওরা আমায়
করে এমন নিন্দে?
ওরাই তো জলে নামিয়ে
শেখাতে চেয়েছিল সাঁতার
সভয় সলজ্জে বলেছিলাম
দরকার হবে না তার।
আমি তো একটু আবেগী
তবু আসিনি সংস্পর্শে
মনটাকে সদা চঞ্চল রেখে
চলেছি অজানা হর্ষে!
স্বপনেই শুধু চেয়েছি তারে
ভেঙে দিয়েছো মাগন
তাই আজিকে ভর নিশিতে
নিদ্রা থেকে জাগন।
শুধুই আমি আবেগী একটু
তবুও তো নই বেল্লিক
ওদের দেওয়া পদবী, মোর
ভাবনা হারিয়েছে দিক!
রচনা : ১২.০৯.১৯৯৮ খ্রিঃ