বুদ্ধিজ্ঞান, গরিমা থেকেও
বুঁদ হয়ে যে রই!
লোকে যে যাই ভাবুক
আমি তেমন নই ৷
করতে ব্যর্থ হানাহানি
লাভ নিয়ে হৈ চৈ!
ঠকা হলে মান বাঁচাতে
অমনিতে চুপ হই ৷
বুকে কথা চাপি; মুখে
ফোটাই নাতো খই,
যন্ত্রণাতে বুক ফেটে যায়
কার কাছে তা কই?
এই ধরাতে অনুরাগী
আছে যে কতই,
আমারও আছে অনুরাগ
তারচেয়ে অথই ৷
কিছু অনুরাগে ডোবায়
নেই মর্যাদার মই,
আমি বিভোর, আমার নেশা
ভালো একখান বই ৷