তুমি ছাড়া আমার জীবন, গোছানো ভীষণ,
ঘড়ির কাঁটা এগারোটায় আর আমি বিছানায়।
ঘুম না এলেও শুয়ে থাকি, দুরন্ত হৃদয় এখন শান্ত,
দুই হাতে চেপে ধরে রাখি, প্রান্ত ছুট প্রাণের অন্ত।
সারারাত নিথর দেহ একাই সাম্লায় তোমার স্মৃতি শত,
হঠাৎ করে ঝাপসা চোখ জানান দেয় সে এবার ক্লান্ত।
কিন্তু হৃদয়!....সে তো মানতে চায় না রাতের গভীরতা,
বরাবরই সে পাগল ছাড়তে পারিনি তাই ভালোবাসার বর্বরতা।
তাকে আমি টাই বুটে স্যুটে চুরুট হাতে সভ্য প্রেমিকে গড়তে চেয়েছি।
তাকে আমি বর্তমান প্রেম শিক্ষায় সকাল দুপুর সন্ধ্যায় পরিবর্তন হতে শিখিয়েছি,
ঠিক তোমার ইচ্ছা মত।
তোমার খেয়াল রাখা, ক্ষণে ক্ষণে খবর নেওয়া, অবস্থা জানতে চাওয়া, ছেড়ে দিয়েছি বোধ অভ্যাস যত।
এখন মোটেও কিছু যায় আসে না মুঠো ফোনে তোমার কল না এলেও, এখন থেকে নয় নিষিদ্ধ হোক যত মিথ্যে শব্দ।
আর তোমার ভাগের ভালোবাসা টা এখন নিজের জন্যই থাক বরাদ্দ।।।