তুই কোথায় ......?
আয়রে আয় ফিরে আয়
পথ চেয়ে থাকা এই হৃদয়ে।
তুই কোথায় .........?
শহরের নিরাবতায়
একা একা লাগেরে ভয়
তুই কোথায়......?
হৃদয়ের আঙিনায়
সদায় যে দোল খায়
রেখে যাওয়া স্মৃতি তোর।
অন্তর মাঝে
ওঠেরে ওঠে বেজে
সোনা ডাকটি রে তোর।
তুই কোথায় ......?
আয়রে আয় ফিরে আয়
বসে আছি দখিনের জানালায়।
তুই কোথায় ......?
আয়রে আয় ফিরে আয়
বসে আছি তোরি অপেক্ষায়।
তুই মানে.........
জৈষ্ঠের দুপুরে এক ফসলা বৃষ্টি।
তুই মানে.........
শহরের বুকে অরণ্যের সৃষ্টি।
তুই মানে.........
ঝাঁঝালো রৌদ্রে পাওয়া শীতল হাওয়ার সস্তি।
তুই কোথায় ......?
আয়রে আয় ফিরে আয়
পথ চেয়ে থাকা এই হৃদয়ে।