হাজার মরে ও বাঁচার চেষ্টা,
প্রবল প্রলাপেও নিশ্চুপ আমি,
ধ্বংস চূড়ায় দাঁড়িয়ে দেখবো শেষ টা।
বিদীর্ণ হোক আসমান নষ্ট হোক যত সমতল,
পাহাড়ের শীর্ষ হোক ধ্বংস,
আমি চূর্ণ কণায় ফোটাবো জীবন যা শেষ সম্বল।
যে স্তূপের তলে হারিয়েছে সভ্যতা,
সেই স্তূপের তলায় বেড়ে উঠবে আমার নতুন প্রজন্ম।
তারা হবে এক জাতি, কেউ বড় নয় কেউ খাঁটো নয়,
কেউ কালো নয় আবার কেউ ফর্সা ও নয়।
তাদের মধ্যে কেউ কাউকে তার পরিহিত পোশাকের নিরিখে নির্বাচন করবে না।