নিদ্রাহীন কাটিতেছে গো, নিশীথ গোটা মোর।
তোরই ভাবনায় মিলতে যে চোখ, হয়ে যায় ভোর।
দিবা-নিশি সদাই যেন, পাই রে তোর ছোঁয়া।
জন-সমুদ্রে থেকেও আমি, দেখি সবই ধোঁয়া।
তোরে ছাড়ি ধরা যেন মোর, লাগে সুদূর ফাঁকা।
মোর হৃদয়ে আছে রে ঠেসা, তোরই ছবি আঁকা।
তোরই স্মৃতি সবে, করে শোর হৃদয় মাঝে।
হৃদয় মরে দেখতে তোরে সকাল দুপুর সাঁঝে।
নয়ন ফাঁড়ি রয় তাকিয়ে, তোরই পথ পানে।
ভোর হতে রাত নিমেষে কাটে অদৃশ্য টানে।
কেমন এ মিলন চেষ্টা, তোরই সনে আজি।
করে না দিতে দ্বিধা মৃত্যু রে বাজি।