জন্ম যাদের বদ্ধ নালার আবদ্ধ জলে।
তাদেরই চরিত্র তাই নারকীয় গল্প বলে।
যাদের হাত দুখানি রাঙা নারীর সতীত্ব হরণে।
তারাই দেখো ব্যাস্ত আজ ধর্ষিতার স্বরণে।
পচা ডোবার পোকা যত সিয়াসতের সিংহাসনে।
নির্বোধ আমরাই বটে দিই জল তাদেরই চরণে।
রুখে দিই ফাঁসির দড়ি চেপে ধরি জল্লাদের হাত।
ধর্ষককে বাঁচাতে বোমা গুলি খুন, করি বাজিমাত।
আমরা ভুলিনা কখনো রাজনীতি, হোকনা যতই মহামারী।
প্রয়োজনে মানুষের প্রাণ বেচি, আমরা রাজপথের হকারী।
তুমি কৃষক তুমি গোলাম তোমার আবার কিসের অধিকার?
প্রয়োজনে খাবো সোনার চাউল আমি পুঁজিপতি সরকার।
মানুষ চিনতে সময় লাগে না চোখেতে আমার স্ক্যানার চশমা,
চাচা তোমারে তাড়াবো দিনদুপুরে, গুছিয়ে রেখেছি তকমা।
মোল্লার বানানো ধুতি গামছায় করি শত ব্যাঙ্গ।
হায় আমার আর হয়নি দেখা অবশেষে আমিই উলঙ্গ।