ওগো পরানো বন্ধু মোর,
করিয়া হাতটি জোড়,
ক্ষমা চাই তোমারি কাছে।
তোমারে ছাড়ি এ মন,
কাউকে ভাবেনা আপন,
কিন্তু তোমার অনেকে আছে।
বৃথা নিওনা মনে ব্যথা,
ভাবিয়া আমারি কথা,
নাইকো কোনো মূল্য যে মোর।
যাইবো আমি ছাড়ি ,
রাইখা সবারি ,
ডাকিতেছে যে গোর।
মিথ্যা মায়ার এ ভূবণ,
করিলো নিঃশেষ জীবন,
আপন আপন করিয়া ।
পাইলাম কী শেষে,
এতো ভালোবেসে,
শুকালো যে পরাণ দরিয়া।
স্বার্থ ভরা পৃথিবী,
জানোয়ারের মুখে মানুষের ছবি,
নাহি যায় চেনা।
ভুল করেছি তাই,
পাইতেছিনা রেহাই,
সুধিবো কেমনে এ দেনা।
ধরা আজ মোর,
করিতেছে জোর,
মেটাতে এ ঋণ।
কী দেব বলো,
সবিতো মোর গেল,
প্রাণ টুকু হল খিন।
হতাস হইয়োনা মোটে,
দেবতো কিছু বটে,
রাখিতে তোমারি মান।
ধরিয়া চরণ তোমার আজি,
মুক্তি দিতে হওগো রাজি,
নিয়ে মোর প্রাণ ।