ইচ্ছে নদী,
যায় রে যদি,
যাক্ না ভেসে দূর।
পথিকের গান,
চেনা সেই টান,
মেলানো তারই যে সুর।
মিলবি যখন,
শান্ত এ মন,
হোক্ না উথাল পাতাল।
গোধূলি বেলায়,
শিমুলের তলায়,
তোর বেছানো মায়া জাল।
নিশুত রাত,
পুর্ণিমার চাঁদ,
শীতল স্পর্শে রে তোর।
কাটুক রাত,
ছাড়বিনা হাত,
হয়ে যায় যাক্ না ভোর।
কোমরের ডোলে,
তোর ভেজা চুলে,
আঁটকে যায় রে মন।
সঙ্গে তোরি,
ওড়ানো সেই ঘুড়ি,
সার্থক লাগে এ জীবন।
জীবনের টানে,
জোয়ারের বানে,
মেনে নে তুই আমায়।
নুপুরের সাজে,
পৌষের সাঁঝে,
থাকতে দে রে পায়।
যত ইচ্ছে তোরি,
বানিয়ে সোনার ঘুড়ি,
রেখেছি হৃদয়ে যতনে।
মনের সুতায়,
বেঁধে রে তায়,
ছাড়বো অন্তর গগনে।
আল্-তো করে,
মুখটি ধরে,
আয়না মেলাতে চোখ।
সুকনো ঠোঁটে,
উঠুক ফুটে,
মিষ্টি হাসির শ্লোক।
বন্ধু রে বন্ধু তুই আয়না সব ফেলে,
স্বপ্নের চসমা খুলে দেখ্ না চোখ মেলে।
বন্ধু রে বন্ধু তুই থাক্ না হৃদয়ের মাঝে,
বাসরের ফুটুক ফুল বসন্তের সাঁঝে।
বন্ধু রে বন্ধু তুই মেলনা মাঝ রাতে,
জীবনের কিছু সময় কাটাই তোরি সাথে।
বন্ধু রে বন্ধু তুই...........
আমার সাদা কালো হৃদয়ে আঁকা রঙিন ছবি,
বন্ধুরে তোর হাত টি ধরে চলতে করে ইচ্ছে খুবি।