সমাজ অস্থির আত্মহারা বেহুঁশ,
তুমি ধৈর্যের অঙ্গীকার।
ওরা প্রকাশ্য দেহী মানুষ,
তুমি সর্বশক্তিমান নিরাকার।
কু-নজর যত আগাছা ঝোপঝাড়,
তুমি তীক্ষ্ণ সবল তলোয়ার।
পথ বড্ড অন্ধকার কঠিন,
তুমি উজ্জ্বল তুমি বজ্র আসীন।
ওরা বাধা, করবে যাত্রা ভঙ্গ,
তুমি হে রক্ষক খুঁড়ে দাও সুড়ঙ্গ।
ওরা বিপদ, করবে ক্ষতি চারিদিকে,
তুমি বাতাসে গগনে পাহাড়ে, দাও চক্ষু এঁকে।