হারিয়ে যাব আমি যেদিন,
খুঁজতে মোরে হইবে ক্ষিন,
কোথাও পাইবেনা খোঁজ আমারে।
আকাশ হতে পাতাল,
ভ্রমণে হইবে বেহাল,
জীবন কাটিবে ঘুরে।
রেখ বেঁধে আলয়ে নিজেরে,
বইবে ক্রন্দন বাতাস চিরে,
চোখটি বুজে থাক যদি।
সন্ধ্যা তারায় দেখতে পাবে,
স্মৃতিতে মন দিয়ে সঁপে,
গান গাইছে সেই নদী।
চমকে যখন যাবে জেগে,
অতীতের প্রতি ভীষণ রেগে,
ঢুষবে তখন আপনারে।
চাইবে ধরিতে জড়িয়ে,
বক্ষে কর ঘুরিয়ে,
পাবেনা যে আমারে।
বুক ফেটে আসবে কান্না,
আঁখি বয়ে ঝড়বে ঝর্ণা,
বুকের মাঝে ধরবে জ্বালা।
দেখবে তখন ফটক পানে,
আজ আছে যেখানে,
আমার দেওয়া শিউলি মালা।
দেখ তুমি সেদিক পানে,
শায়িত আছি আমি যেখানে,
ফুলের মালা আনতে যেন ভুল না করে মন।
ফুলের তাড়ি নিয়ে হাতে,
হেঁট তুমি সেই পথে,
অন্যের ভরে ছিল যেটা মোর শেষ ভ্রমণ।