আমার মায়ের বুক ভেসেছে তরুণ রক্ত স্রোতে,
আমার ভাইয়ের রক্তের দাগ এখনো রাজপথে।
চাইনি তারা অর্থ অঢেল চাইনি দুমুঠো অন্ন,
মায়ের ভাষা রাখতে হৃদয়ে কষ্টে কাতর বাহান্ন।
কারফু হলো জারি করবে আন্দোলন খ্রান্ত,
আমার মায়ের দামাল ছেলে হয়নি তারা শান্ত।
শত জোড়া তরুণ পা ডলেছে আইন সরকারি,
করবে মুক্ত মায়ের মুখ আজ একুশে ফেব্রুয়ারি।
চললো গুলি নির্বিচারে আইন অমান্যর অজুহাতে,
তরুণ বুকের রক্ত স্রোত রাঙিয়ে বইলো রাজপথে।
দামাল ছেলের নিথর দেহ পড়েরয় শহরের বুকে,
তারা এখন শান্ত খুব মায়ের আঁচলের পরম সুখে।
রফিক, বরকত, সালাম, আব্দুল জব্বার সহ শহীদ
হলো অনেকে।
তাদেরকে তোমরা মৃত বলোনা, চোখ বুঁজে দেখো,
এখনো তারা চলেছে মায়ের বর্ণ এঁকে।
আমার ভাইয়ের রক্তফোটা কভু হবে নাকো ফিকে।