দেশটাকে চিনে নাও তুমি,
বদলে ফেলো নিজেকে ও উপযোগী করে।
তোমার ও চোখ দুটো করে নিও লাল, বিলাসী মদ্যপের মতো।
বিছানা ছাড়ো কাক-ভরে।
দিনে কাজ করো আর না করো জেগে থেকো রাতে,
পাহারা দিও নিজেই, যা কিছু আছে তোমার হাতে।
চৌকিদারের প্রতি তোমার ভরসা বুঝি অত্যধিক,
তাই তো ঘুমোতে ভালোবাসো রাতে, দিনে ছোটো দিক-বে দিক।
নিজেকে করো সাবধান বেড়েছে বিধ্বংসী দিনের আনাগোনা,
নিজের উপর, নিচে কিংবা চারিদিকে হবে যখন বিদেশীর মালিকানা।
যখন তোমার ঘুমের বিছানায় খাওয়ার পাত্রে ও তাদের থাবা হবে প্রকাশ্য,
তোমার হাত থাকবে পা থাকবে কিন্তু সেটার ও মালিক হবে কোন এক অদৃশ্য।
তাই নিজেকে করো মজবুত হাজার বছর দৌড়ানোর মত,
আবারো তোমার বুকে এঁকে দেওয়া হবে পরাধীনতার ক্ষত।
ইতিহাস পড়েছো তুমি ও কিন্তু শুধুই নম্বর বাড়াতে,
তাইতো শেখোনি আজও রূপান্তরিত বর্গী তাড়াতে।
ভাবছি তাই মিথ্যা গল্প আর লিখবো না,
দেখবো না রূপকথার টেলিভিশন।
দেশ বিদেশের খবর রাখবো না আর,
রাখবো না জ্ঞান চন্দ্র, মঙ্গল মিশন।
মূর্খ বলুক সবাই, কি হবে পাঠশালায় গিয়ে?
ভ্যান চালক অনেক ভালো শিক্ষিত বেকারের চেয়ে।