বিনিদ্র স্বপ্নে দেখা সেই অদৃশ্য ছায়াময়ি,
মোর বসন্তে আসিয়া গেল নিমেষে বয়ি।
দেখিয়া তাহার অপূর্ব অক্ষি দ্বয়,
শীতল আবেশ যায় গো খেলিয়া মোর হৃদয়ময়।
থাকিতে না পারি বসি আপনার ঘরে,
সদা সর্বদা রইছে গো সে মোর নজরোপরে।
কি যেন টান লইয়া যায় অদৃশ্য টানে,
সবখানে শুনি গো তাহারি কন্ঠ আপনার কানে।
কেন এই মায়া, কিসের এই প্রত্যাশা?
অচিরেই মোর মনে বাঁধিছে বাসা।
শত বলি মনকে মোজিওনা বৃথা তবে,
মোন মোর নাহি শোনে, বলে ও হবে আমারি হবে।