স্নিগ্ধ সন্ধ্যা আজও হাত ছাউনি দেয় তোমারই স্মৃতি।
ঝমঝম বৃষ্টির রাত এখনও যায় শুনিয়ে সেই গীতি।
যে গান গাইতে তুমি আমিও মেলাতাম তাতে সুর।
বাতাস আজও বয়ে চলেছে তা দূর হতে দূর।
তোমার রেখে যাওয়া যত স্মৃতি অনুভূতি।
দুঃখে ভরেছে হৃদয় সুখ রে রাখি ব্যতি।
ছিলে যখন তুমি আমার জীবন ভরে।
সুখ যে রাখতাম গুছিয়ে তরে তরে।
যত সুখের ছন্দ রাখতো ঘিরে নব্য যুগল রে।
নতুনের গন্ধ কাটলো না, স্রষ্টা নিলো কেড়ে।
ছেড়ে গেলে তুমি আজ হৃদয়ে দুঃখ বীজ বুনে ।
ভারাক্রান্ত বুক নিয়ে চলেছি মৃত্যুর দিন গুনে।