যদি আগামীকাল না আসতো,
ভাবতাম না তোমায়
তলিয়ে যেতাম অতলে,
যেখানে ঠাই নেই
আছে; শুধু আশ্রয়।

যদি আগামীকাল না আসতো,
বন্ধ হতো পরিশ্রম
সবাই ছুটে যেত সেইখানে,
রাতে অন্ধকারে ফুটে ওঠে ঝলমলে আলো
বেদনা হারায় চুমুকে চুমুকে।

যদি আগামীকাল না আসতো,
ব্যস্ততা বাড়তো প্রতিটি জীবনে
বন্ধ হতো প্রতিযোগিতা,
প্রতিক্ষা অন্তিম সময়ের
সদা ভীতু প্রতিটি প্রাণ।

যদি আগামীকাল না আসতো,
হারাতাম সব-ই
নিঃস্ব কপর্দহীন,
ভবঘুরে জীবন কাটতো
লোপ পেত উচ্চাকাঙ্ক্ষার।

যদি আগামীকাল না আসতো,
আমাদের বিপুল চাহিদা কমে যেত
পরস্পর পরস্পরকে বিদায় জানাত,
জীবন হতো সুষ্ঠ, সুন্দর  আর স্বাভাবিক
আমরা হতাম সুখী,  শুধুই সুখী।।