ভালোবাসা মানে তোর-ই পানে অর্থহীন চাওয়া,
ভালোবাসা মানে একটু অভিমানে দূর আড়ালে যাওয়া।
ভালোবাসা আমার তোর সাথে করা যত রকমের খুনসুটি,
ভালোবাসা আমার তোর কান্নায় ভেজা নয়নদুটি।

ভালোবাসি আমি তোর ঘ্রাণ ভেজা চুল,
ভালোবাসি আমি তোর সরল হাসি ছোট্ট নাক ফুল।
ভালোবাসা আমার তোর হাতে হাত রেখে চলা,
ভালোবাসা আমার
              খুব খুব ভালোবাসি তোকে
                              চিৎকার করে বলা।।