এখন শরীরটা আমার
হঠাৎ শিরশির করে ওঠে,
দেয়ালে ঝুলানো দিনপুঞ্জিকায় দেখি
ডিসেম্বরের সতের তারিখ আজ।
আজ বইেছ উনপঞ্চাস বাতাস।
দেখতে দেখতে উনপঞ্চাসটি বছর
চোখের পলকে হয়ে গেল গত।
দেহের দিকে চোখ ফিরিয়ে দেখি
রয়ে গেছে দাগ উনপঞ্চাস বছরের, কত ক্ষত।
আজ বইেছ উনপঞ্চাস বাতাস।
খোলা জানালা পাশে দাড়ালে
মৃদু লু হাওয়া আসে
আর আসে গন্ধ
ফুলের নয়, আসে পঁচাগলা ঝাঝালো দূর্গন্ধ (লাশের)।
আর ভেসে আসে শব্দ
সাম্যের নয়, আসে তীব্র উচ্চস্বরের আর্ত্বচিৎকার (বাঁচাও)।
আজ বইেছ উনপঞ্চাস বাতাস।
খোলা শরীরে চেয়ে দেখি দাগ দংশনের,
বছরের পর বছর দূর্নীতির কালো সাপ
বিষ দাঁত বসায়ে যাচ্ছে
স্নিগ্ধ দেহ হচ্ছে কালো থেকে ঘোরতর কালো।
খুবলে খুবলে উঠছে, ঝরছে পুজ
যন্ত্রনা হয় খুব, কাঁকিয়ে উঠি, দেখি দূঃস্বপ্ন।
আজ বইেছ উনপঞ্চাস বাতাস।
উনপঞ্চাসটি বছর খুব বেশি নয়
কৈশোর পেরিয়ে ধীরে ধীরে পরিনত হচ্ছি
আগামীর দিনগুলোতে, আমরাই বইবো পতাকা
নতুন দিনের শুভ সূচনা হবে, নতুন প্রভাতে।
স্মৃতির পাতায় থাকবে,
আজ উনপঞ্চাস।।।