রাত ১:১৩ মিনিট
সে বেরিয়ে এলো রাস্তায়।
চারিদিক শুনশান নিরব।
এলোমেলো টলমলে পায়,
সে বেরিয়ে এলো রাস্তায়।
একটা জীবন গড়বে বলে,
ভিন্ন স্বপ্ন নিয়ে এসেছিল।
স্বপ্ন নিয়ে এসেছিল, দেশের
দূর দূর প্রান্ত থেকে।
অনেকটা অজানা পথে
সাহসী কান্ডারীর মত।
শুরু থেকেই সে ছিল,
সাদামাটা বাস্তববাদী।
তার স্বপ্নপূরণের বন্ধুর পথ
ছুটে চলছিলো মসৃন কোমলতায়।
আর আজ, না এখন
আমাদের শিক্ষিত সুশীল সমাজ
তাকে ঘৃণা করবে, শুধু রাত পেরুলেই।
তাকে ধিক্কার দেবে
প্রয়োজনে করবে সমাজচুত্য।
অথচ করবে না বিচার
সেই সব বলৎকারদের।
যারা কেড়ে নিল মেয়েটির স্বপ্ন
নিথর নিশ্চল করে দিল
চাঞ্চল্যময় জীবন।
সে বেরিয়ে এলো রাস্তায়
ত্রস্ত ভীত চোখে চারপাশ চায়।
এলোমেলো চুল, আলুথালু চেহারা,
ওড়না তার হাতে ধরা।
কাংখিত স্বপ্ন ভঙ্গ হলো তার,
নিকোষ আঁধারে ডুবলো ধরা।
কি করবে সে এখন?
আত্ব হত্যা নাকি সকাল হলে,
ক্রোধো গলায় চিৎকার করে বলবে
"আমায় দেখ, আমি ধর্ষিতা"।
এখন রাত ১:১৩ মিনিট
স্বপ্নভঙ্গ অশ্রুশিক্ত মলিন চোখে
হেটে চললো সে,
হেটে চললো অসীম নিরুদ্দেশে।
যেখানে কোন সুশীল সমাজ নেই,
নেই মানুষ নামের বন্য পশু।
যেখানে অন্যায় অবিচার হয় না।
সবচেয়ে বড় কথা,
যেখানে আড়ালে কেউ বলবে না,
তুমি ধর্ষিতা, তুমি ধর্ষিতা।।