তোমার জন্য সাজাতে পারি
নিয়ে এক মুঠো ফুল,
ঘাসের চাদর বিছিয়ে
ধরা করবো তুলতুল।।

তোমার জন্য আমি
দিক বিদারি এক মাঝি,
বইবো সময় নাও
সারাটা জীবন থাকতেও রাজি।।