রেহানা
কোরো না আর বাহানা
ফিরে এসো আজ, ভুলে অভিমান।
ভাবছো কি তুমি, বদলে গেছি আমি
আছি তো আগেরি মতন।
এখনো ছন্নছাড়া একটু অগোছালো
ভবঘুরে ভবঘুরে ভাবও আছে কিছু।
রেহানা
কোরো না আর বাহানা
ফিরে এসো আজ, ভুলে অভিমান।
বলছি তোমায় করছি শপথ
একটু বদলে যেতেই পারি।
ভরছে ঘর আলনা-দোর
ফিরে এসো তারাতারি।
রেহানা
কোরো না আর বাহানা
ফিরে এসো আজ, ভুলে অভিমান।
এই যে দেখো ধরছি কান
করবো না আর, বলছি জান!
না হয় আমি বড্ড ভূলোমনা
এবার এসে একটু দেখো না।
রেহানা
কোরো না আর বাহানা
ফিরে এসো আজ, ভুলে অভিমান।।