প্রিয়তমা, ও আমার প্রিয়তমা,
চেয়েছি তোমায় রোজকার মত কাছে পেতে
শীতল এই আমি, উষ্ণতার পরশে জড়াতে।
তোমার সেই চোখ-ঠোট-মুখ পরছে খুব মনে,
চলছি আমি ঝাপসা হয়ে আসা স্মৃতিগুলো বয়ে।
প্রিয়তমা, আমার প্রিয়তমা।
তোমার শৈশব আমার কৈশোর
কেটে গেছে একই সুর তালে,
আমাদের বেড়ে ওঠার স্মৃতি
ভুলি কোন ভালে।
রোজকার দিনের কত আবদার
কত ভাল লাগা রয়ে গেছে মিশে,
দেউরি-উঠোন বাশের ঝাড়-পাগার
আমাদের সাথেই হেসেছে।
প্রিয়তমা, আমার প্রিয়তমা।
একটা বকুল গাছ, গোয়াল ঘর আর সন্ধ্যা রাত
সাক্ষী দিচ্ছে সব কেটে গেছে সময় বহুত।
কালের খেয়ার যাত্রী তুমি আমি
ভিন্ন বন্দরে ভিড়ে জীবন বড্ড একাকী।
প্রিয়তমা, আমার প্রিয়তমা।
একটি চুম্বন হলো কি কাল
বেহুলাও বুঝি পোহায়নি দুখ এতটা তার জীবনকাল।
বল বুঝেছিল কে?
থাকতে হবে দুজনার দুই মেরুতে।
কোথায় সেই সুর-হাসি,
বদলে গেল কান্নায় কিভাবে?
প্রিয়তমা, আমার প্রিয়তমা।।