দেশে লেগেছে মরুর টান
কাটছি যত গাছ।
মাটির যত ছিল রসা
শুখিয়ে সব হচ্ছে খাঁ খাঁ।
খুজি এখন শিতল বাতাস
শুষ্ক তপ্ত পবন মাঝে।
হাঁ হুতাশে দিবস পার
গায়ে পায়ে ফোস্কা ওঠে।
নতুন নতুন সভ্যতারে ভাই
চারিদিকে শুধুই দালান।
গাছের পর কাটছি গাছ
এই তো সভ্যতার-ই চালান।
ছাঁদবাগানের নামে আবার
চলছে প্রহলিকা।
রসের অভাবে শুস্ক মাটি
যাচ্ছে না আর টেকা।
সবার কাছে এই মিনতি
আসুন লাগাই গাছ।
ধরা সাজুক সবুজ সমারোহে
বাঁচুক মানব সমাজ।।