মনের ভেতর ওঠে ঝড়
কে রাখে তার খবর,
চোখ জলে ছলছল।
বুকের ভেতর গুমোট হাওয়া
গলার স্বরের কম্পন।
মনের কথা মনে ই মরে
যায় না কাউকে বলা।
সরল মনে বলে দিলে
করে সবাই হেলা।

হেলায় হেলায় গেলো বেলা
মানুষ কি তার রাখে খোজ।
জগৎ জুড়ে চলছে খেলা
কাটে জীবন বেহুশ রোজ।

তোমার আমার প্রেমের ভাব
লোকের মুখে ছোটে খুব।
অন্তরে তে সাজিয়ে বিষ
কুটিল হাসির সুন্দর মুখ।
যায় না পড়া যায় না বোঝা
থাকি বেঁচে অসহায় চুপ।।