কথা হবে, কথা। হবে সবখানে
রাস্তার ধারে পানশালে অথবা
ঝুপরির টং এর দোকানে।
বলবো কথা রসালো খুব
ঘটনার দেবো রগরগে রূপ
সত্য কথায় আমি নিশ্চুপ।
আহা ছোটে মিথ্যের ফুলঝুড়ি
থরে থরে সাজানো নানান রংয়ের মিথ্যে গুলি।
লাগে, লাগে বড় মিষ্টিমধু যে,
সত্য কথায় সবার গা জ্বলে।
কথা হবে, হবে কথা বেশি
উদ্ধার করবো বলে কথা, দেশের ষষ্ঠি।
গলার রগ ফুলিয়ে গাল বাকিয়ে
বলবো কথা চোখের ছাল নামিয়ে।
কে যে কি বলছে কথা,
বোঝেনা তার কিচ্ছু শ্রোতা।
যায় চলে যায় মাথার উপর
কথার তালে বাড়ে বুকের হাপর।
এবার আসুন একটু থামি
না হয় কথা বন্ধ রাখি।
শান্ত হোক সবার মন
বাড়াতে হবে কথার ওজন।
আসুন সবাই করি এই পণ
বলি কথা দরকার যখন।
কইবো কথা মুখে যত
হতেই হবে সবই সত্য।।।