চারিদিকে চলছে জয়ধ্বনী,
হয়নি তাদের হারতে।
সভা, সমাবেশ মিছিল ঘেরাও
কিছুই পারেনি করতে।
বিশ্বায়নের নতুন যুগে,
চলছে আদিম খেলা।
শিক্ষক গুরু শামিল তাতে,
ছাত্রী-মেয়ে কিছুই মানে না।
আছে তাদের শক্তি হাতে,
আছে শক্তি ব্যাবহারিকে।
কিছু নাম্বার বাড়িয়ে দেবে, মজা করবে
তাতে দোষের কি আছে?
সাহসী ওরা অসীম যোদ্ধা,
তাইতো গুন্ডা এনে।
আটকে রাখলো সকাল-সন্ধ্যা,
বিদ্যালয়ের পুরনো ঘর কোণে।
শান্ত নয় তাতেও তারা
হুমকি দিল ফের।
বলেছ যদি কোন কথা
করবো দফা হেরফের।
সন্ধ্যা কালে পুলিশ এলো
এলো পিতামাতা।
ছাড়িয়ে নিল ওদের সবাই
আতংক লজ্জায় আধমরা।
আসুন আসুন দেশ বাসি
আসুন জনগণ।
কিছুটা সময় নিরব কাটাই
কাটাই পাগলের মতন।
আমরা সব ভীতু সবাই
আমরা রামছাগল।
একবার যদি ধর বলি
বেয়াদব ওরা, হবেই পাগল।
এখনই সময়
দাও সাজা শুধু একজনে।
দেখবে আর এমন কাজ
হবে না কোন খানে।
নয়তো আবার করবে তারা
করবে তোরজোড়।
আমরা হলাম শিক্ষক-গুরু
জাতি গড়ার কারিগর।।