একাবিংশ শতাব্দীতে বাস করি
ধার করা প্রযুক্তিতে চলি, কেন?
আমাদের কি মেধা নেই?
নাকি আমরা অথর্ব?

আমাদের বাস ক্ষুদ্র রাষ্ট্রে,
একে বারেই কি ক্ষুদ্র?
সিংগাপুর সে তো বিন্দুসম
তারা পারলে আমরা নয় কেন?

আমাদের তরুণ যুব সমাজ
যারা শিক্ষিত অথচ বেকার,
আর্তনাদ করে মাঝ রাতে
হতাশ হয়ে মুষড়ে থাকে, কেন?

আমাদের কাজ চাই, সহিংসতা নয়
আমরা প্রযুক্তি গড়তে চাই
রাষ্ট্রকে চাই করতে উন্নত
প্রতিরোধ করতে চাই সকল প্রতিকুলতা

আর কবে বলবো আমরা?
একাবিংশ শতাব্দীতে বাস করি,
নিজেদের প্রযুক্তিতে চলি,
ভীরু নই আমরা, আমরা কাজের উৎস
আমরা দূরন্ত, দূর্বার আমরা অনন্ত।