বণিক, তোমার বানিজ্য কি?
দিনের পর দিন শুধু ছুটে চলছো
তোমার ভান্ডার পূর্ন আছে কি?
বণিক, এখন কি ভাবে দিন যায়?
বানিজ্যে সেই আগের দিন নাই,
ঘুনে ধরা সমাজ, অস্থির মন মগজের মানুষগুলো
দূর্নীতি নিয়ে করছে খেলা,বাতাসে উড়ায় মিথ্যের ধুলো।
ও বণিক, এখন তুমি কেমন আছো?
ঘোড়া টানা গাড়ি, মাস্তুলো নৌকার কি হাল?
কালের বিবর্তনে, যন্ত্রের পেষনে টিকে আছে কি আর
হয়ত বা পেতে পারি জাদুঘরে তারি ভাংগা হাড়।
বণিক, কোথায় হারালো সেই দিন?
জানতে কি ইচ্ছে করে না?
মায়া-মমতায় ঘেরা, আশা-নিরাশার সেই অনিশ্চিত যাত্রা
ফিরে এসে স্বজনের সাথে মিলেমিশে দুঃখ-আনন্দ ভাগ করে নেয়া।