বলো বলো হরি, বলো হরি বোল
দিনে দিন নিত্য দিন গাই এই গান
বলো বলো হরি, বলো হরি বোল।
বারো মাসে বারো রূপ, বাংলার শান
নিত্য দিন গাই সেই রূপের গান
বলো বলো হরি, বলো হরি বোল।
বৈশাখেতে তাপদাহ ফাটেরে পাথার
কালবৈশাখীতে লন্ডভন্ড ঘর
বলো বলো হরি, বলো হরি বোল।
জৈষ্ঠ্যমাস মধুমাস বলে সর্ব জনা
আম, কাঠাল-লিচুতে মধুর ঝরণা
বলো বলো হরি, বলো হরি বোল।
আষাঢ়েতে কালো মেঘ দিন-মান ভরি
বর্ষনে ধরা হয় সিক্ত উর্বশী
বলো বলো হরি, বলো হরি বোল।
শ্রাবণে বাদলধারা ক্ষনে ক্ষনে আসে
রুপালি ইলিশে জেলের জাল উঠে হেসে
বলো বলো হরি, বলো হরি বোল।