মানিক, কি করিস বাবা?
ঘাষ ফিড়ং দেখি।
কোথায়?
ওই তো নদীর মাঝ খানটায়,
জলের উপর বসে কি সুন্দর দোল খাচ্ছে।
বাবা জলের উপর কি ফড়িং বসে?
ও বসে না বুঝি?

মানিক,
জি মা বল?
দুপুরে কি খেয়েছো?
দুপুরে তো আমি খাইলাম.. খাইলাম
ভাত, না না রুটি, না তাও না
তাহলে কি খেলাম?
মা তুমি বলতো দুপুরে আমি কি খেলাম?

মানিক, তোমার নাম কি বাবা?
আমার নাম হলো..
আমার নাম হলো..
আমার নাম হলো.. বলছে আর
ঝরঝর করে চোখ বেয়ে পানি পরছে, মানিকের।

আঁচলে মূখগুজে জানালার বাহিরে দৃষ্টি,
মায়ের ঝাপসা হয়ে যাওয়া চোখে
অনাগত ভবিষতের ভাষাহীন বর্ণনা।