ঈষৎ আবেশ, বাকিটা ফাঁকা,
স্থুল সুখের তাড়নায় জীবনকে ধ্বংস করা।
স্বাভাবিকতার খোঁজে লাখোলাখো জীবন
কেনই বা তোমার মিছে পলায়ন।
কতটা দু:খ তোমার, পাহারসম
নাকি ভাব দেখাতেই এ সব ধর।
সব তোমার হাতের সীমানায়,
কেন জীবন করছো পার হেলায়?
খোলা পৃথিবীতে এসো খোলা চোখে
ভোতা মস্তিষ্ক খুলে যাবে শুদ্ধ বাতাসে।
দেখো পরিস্কার দৃষ্টি ভরা চোখে,
কি ভাবে মরে সব নেশার কোপে?
সময়ের আগেই কেন ঝরে যেতে চাও?
মিথ্যে মায়ার মোহে বল কি পাও?
তোমার বাস্তব জীবন বড়ই রঙিন,
পরাবাস্তবে ব্যাস্ত থেকে কেন হবে মলিন?
যেওনা ও পথে আজ
ও যে মরণ ফাঁদ।
জীবন একটাই, বাঁচো স্বাভাবিকতায়
মাদক-কে আজ এসো বলি..... বিদায়।।