বাড়িয়ে দিলাম হাত
সাজিয়ে কথার ডালি।
মনে রেখো মুখটি আমার,
রইবে যখন একলা খালি।
পথের ধারে দূর্বাবকুল
সাজিয়ে থরেথরে।
বসতে দেবো আঁচল পাতি
রুক্ষ, তপ্তদুপুরে।
বাড়ির পিছে ঘন বন
রয়েছে সেথা হিজল।
গুনগুনানি অলিগুলো
গড়েছে সেথা ঘর।
দেবো খেতে নহল দ্রক্ষা
সঙ্গে শীতল জল।
আমার সঙ্গে দেখা করতে,
আসবি নাকি বল।।