আমার বাড়ি, একটু দূরে
গাছ গাছালিতে ভরা।
দিনের বেলা চলে সেথা
মায়াভরা আলো-আঁধারির খেলা।
ঝোপের ভেতর রয়েছে সেথা
একটা কামিনী গাছ।
রাতের বেলায় চাঁদের আলো
স্নিগ্ধ আর ছড়াচ্ছে সুবাস।।
আমার ঘর, একটু আঁধারে
দরজা জানালা বদ্ধ, গুমোট আহারে।
বাহিরের পৃথিবী
আনকোরা নতুন আর সবুজ।
রোজ রোজ হারিয়ে যাচ্ছে কত
রাখছে কে কার খোজ?
আমার উঠোন শ্যাওলা ধরা
পিঙ্গল রঙ এ রঙ্গিন।
আগাছাতে গেছে ভরি
যত্ন সেথা সঙ্গিন।
সন্ধ্যেসকাল পাই যে সেথা
মাটির সোদা গন্ধ।
আধার ঘরে একলা আমি
দরজা জানালা বন্ধ।।